Abar Phire Ele Bangla Song Lyrics by Anupam Roy :
Abar Phire Ele Bangla Song from Dwitiyo Purush Movie is Sung by Arijit Singh. This Song Composer And Lyricist is Anupam Roy. Movie Cast: Parambrata Chattopadhyay, Raima Sen, Abir Chatterjee And Others. Music Arranged & Programmed by Shamik Chakravarty. Mixed And Mastered by Debojit Sengupta. Enjoy Abar Phire Ele Lyrics in Bangla Font.
Song : Abar Phire Ele
Movie : Dwitiyo Purush
Singer : Arijit Singh
Music & Lyrics : Anupam Roy
Director : Srijit Mukherji
Cinematographer : Soumik Haldar
Presenters : Shrikant Mohta & Mahendra Soni
Produced By : SVF Entertainment Pvt. Ltd
Abar Phire Ele(আবার ফিরে এলে) Song from Dwitiyo Purush Full Lyrics In Bengali :
তোমার অভিমানে ভরা
কৃষ্ণকলি নামে ধরা দিতে চায়,
পথ হারিয়ে ফেলে সুবর্ণরেখা তাই
দু'চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়।
তোমার অভিধানে আছে
এমন কোনো হাসি ছুঁয়ে গেছে মন,
মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ
হাতের মুঠোয় চাইছি শিহরণ।
যাত্রীহীন এই রাত্রিগুলোর
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে নিয়ে
সঙ্গী হবে কে?
ওই পাথুরে ঝর্না জলের
ঝিম ঝিম উল্লাসে,
এক নিমেষে হাওয়ার ছোবল
এড়িয়ে যাবে সে।
আবার ফিরে এলে
জেগে আছি পড়িনি ঘুমিয়ে,
আবার ফিরে এলে
ভালোবাসায় পুড়েও যাইনি ফুরিয়ে।
তোমার বিপদগলির কাছে
ডানা মেলে আমি জানতে পরিচয়,
মেরুন কোনো দ্বীপে থাক রহস্যময়
ছুঁয়ে দিলে কী জানি কী হয়।
তোমার শঙ্খমালার সাদায়
চিহ্ন রাখা আছে শব্দহীনতায়,
নির্জনতা জানে হয়না তার বিদায়
দূরে গিয়েও ফিরে আসা যায়।
যাত্রীহীন এই রাত্রিগুলোর
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে নিয়ে
সঙ্গী হবে কে?
ঐ পাথুরে ঝর্ণা জলের
ঝিমঝিম উল্লাসে,
এক নিমেষে হাওয়ার ছোবল
এড়িয়ে যাবে সে।
আবার ফিরে এলে
জেগে আছি, পড়িনি ঘুমিয়ে,
আবার ফিরে এলে
ভালোবাসায় পুড়েও যাইনি ফুরিয়ে।
আবার ফিরে এলে লিরিক্স বাংলিশ - অরিজিৎ সিং:
Tomar obhimane bhora
Krishnokoli naame dhora dite chaay
Poth hariye fele subornorekha tai
Duchokh dheke jacchi ke kothay
Tomar obidhane ache
Emon kono hasi chhuye gechhe mon
Mugdho hobo abar olopo kichukkhon
Haater muthoy chaichi shihoron
Jatriheen ei raatri gulor
Bondhu hobe ke?
Sheet er botam aatke diye
Songee hobe ke?
Oi pathure jhorna joler
Jhimjhim ullashe
Ek nimesehe hawar chobol
Eriye jabe se
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon