Dugga Elo is the new bengali song in this Durga Puja 2020 is Sung by Akriti Kakar And Debanjali B Joshi. Video Cast: Priyanka Sarkar, Monami Ghosh, Sandipta Sen, Adrija Roy, Trina Saha, Swastika Dutta, Roshni Bhattacharya, Antasheela Ghosh, Rittika Sen, Bibriti Chatterjee, and others. Dugga Elo Durga Puja Song Lyrics was Written by Rajib Chakraborty and Composed by Ajay Singha.
Audio Credits :
Song : Dugga Elo
Singers : Akriti Kakar & Debanjali B Joshi
Backing vocal : Dia Roy Choudhury
Music Composer : Ajay Singha
Lyrics : Rajib Chakraborty
Director : Baba Yadav
DOP : Souvik Basu
Choreographer : Baba Yadav
Editor : Amir Mondal and Avik Maity
Color and DI : Amir Mondal and Avik Maity
Line Producer : StoriBoat
Label : SVF
Dugga Elo Song Lyrics In Bengali :
গানের ভূমিকা :
সময় যত অচেনা হোক
উৎসবের পরশ লাগুক প্রাণে,
আলোয় আলোময় হয়ে উঠুক রূপ-লাবণ্য
এতটুকু আঁধার যেন না থাকে মনে,
মায়ের আশীর্বাদে তো সবার অধিকার
তাই সময় যতই অচেনা হোক
উৎসবের পরশ লাগবেই প্রাণে।
মুল গান:
শিউলি ফুলের নোলক দেবো
দেবো কাঁচের চুড়ি,
খোঁপায় আমি বেঁধে দেবো
হলুদ সোনাঝুরী।
নুপুর দেব ঝুমকো লতার
কলকা পাড়ের শাড়ি,
শালুক ফুলের মেঘ মুলুকে
হাওয়ায় টানে গাড়ি।
ও কাশফুলের ঐ দুধ সাদা রং
আকাশ বুঝি সাজে,
অন্ধকারের রাত পেরিয়ে
আলোয় বাঁশি বাজে ..
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো, দুগ্গা এলো
দুগ্গা এলো, দুগ্গা এলো ..
মা যে আমার দশভূজা
আগলে রাখে সব
ধনধান্যে পুষ্পে এবার সাজাবো উৎসব।
হাজার বিপদ ঘনিয়ে এলে
করবো না আর ভয়,
সবাই মিলে বলো এবার
দুগ্গা মায়ের জয়,
সব ভালো হোক দুহাত পেতে
মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গাই ...
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো দুগ্গা এলো
দুগ্গা এলো দুগ্গা এলো ..
অঞ্জলী আর সন্ধি পুজো
পঞ্চ প্রদীপ জ্বালো,
ত্রি-নয়নি মাগো তুমি
ভুবন জোড়া আলো।
আর যেওনা মাগো তুমি
থাকো সবার ঘরে,
অসুখবিনাশে যেন দূর্গা বসত করে।
সব ভালো হোক দুহাত পেতে
মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গাই ...
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো দুগ্গা এলো
দুগ্গা এলো দুগ্গা এলো ..
Dugga Elo Lyrics in English 2020:
Shiuli phooler nolok debo
Debo kancher churi
Khopay ami bedhe debo
Holud sonajhuri
Nupur debo jhumko lotar
Kolka parer shari
Shaluk fuler megh muluke
Haway Taane gari
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon