Nishi Govir Hoy Song Lyrics by Habib Wahid:
Nishi Govir Hoy or Nishi Kabbo Song from the album Bolchi Tomake was released in the year 2017. Nishi Kabbo is a Bengali language song and is sung by Habib. The duration of the song is 4:27 and you can Listen to Nishi Kabbo online. Music Composed by Habib Wahid.
Song : Nishi KabboALbum Name : Bolchi Tomake
Singer : Habib Wahid
Composer : Habib Wahid
Genre : Bangla Pop
চোখের পাতা এক হয় না
হয় না...
তুমি কাছে নেই বলে
দু'চোখ নিদ্রা যায় না
নিশি কাব্যে...
দু'চোখ নিদ্রা যায় না
নিশি কাব্যে...
নিশি কাব্যে তোমার আগমন
তৃপ্ত নয় তবু এই তনু মন
কাছে এসো...
কাছে এসো করব বরণ
বিনিদ্র রই তোমার কারণ
এই নিশি তুমি বিনা
পূর্ণতা পায় না, পায় না
তুমি কাছে নেই বলে
দু'চোখ নিদ্রা যায় না
তুমি এলে নিশি আলোয় যাবে ভরে
নিশি থেকে উষা হবে মনের অগোচরে
তুমি এলেই তবে হবো নিদ্রা মগ্ন
হাহাকারে ভরা আজ এই নিশি লগ্ন
তোমার মুখটি...
তোমার মুখটি করি স্মরণ
মনে আধাঁর স্মৃতি আবরণ
শূন্যতা আর...
শূন্যতা আর হয় না সহন
নিশিজুড়ে আমার জাগরণ
হাত বাড়িয়ে তোমায়
ছোঁয়া যায় না, যায় না
যায় না...
তুমি কাছে নেই বলে
দু'চোখ নিদ্রা যায় না
তৃপ্ত নয় তবু এই তনু মন
কাছে এসো...
কাছে এসো করব বরণ
বিনিদ্র রই তোমার কারণ
এই নিশি তুমি বিনা
পূর্ণতা পায় না, পায় না
তুমি কাছে নেই বলে
দু'চোখ নিদ্রা যায় না
তুমি এলে নিশি আলোয় যাবে ভরে
নিশি থেকে উষা হবে মনের অগোচরে
তুমি এলেই তবে হবো নিদ্রা মগ্ন
হাহাকারে ভরা আজ এই নিশি লগ্ন
তোমার মুখটি...
তোমার মুখটি করি স্মরণ
মনে আধাঁর স্মৃতি আবরণ
শূন্যতা আর...
শূন্যতা আর হয় না সহন
নিশিজুড়ে আমার জাগরণ
হাত বাড়িয়ে তোমায়
ছোঁয়া যায় না, যায় না
যায় না...
তুমি কাছে নেই বলে
দু'চোখ নিদ্রা যায় না
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon